গরিবের মন

যেমন বাস্তবের কাছে,
আবেগের কোন মূল্য নেই।
তেমন ধনীর কাছে গরিবের,
কোন মূল্য নেই।
তাই রাস্তা চলতে গেলেও গরিব
কে একটা লাথি মেরে যায়।
গরিব তুমি মানুষ হবে কবে???

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ