bangla
মা গো ভাবনা কেন ?
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি
আমরা হারবো না, হারবো না
তোমার মাটির একটি কণা-ও ছাড়বো না
আমার পাঁজর দিয়ে দুর্গ-ঘাঁটি গড়তে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি
মা গো ভাবনা কেন ?
আমরা পরাজয় মানব না
দুর্বলতায় বাঁচতে শুধু জন্য না
আমরা চিরোদিনে হাসি মুখে মরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি
মা গো ভাবনা কেন ?
আমরা অপমান সইবো না
ভীরুর মতো ঘরের কোণে রইবো না
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি
মা গো ভাবনা কেন ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন