রোজার পজিলত
প্রতিদিনই নামায পড়ছি আমরা।
কিন্তু নামাযে যা বলছি বা পড়ছি তার কিছুই হয়তো জানি না, অর্থ না জেনে তোতা পাখির বুলির মত আউড়ে যাচ্ছি!
অর্থ না জানার ফলে আমরা কম বেশি সকলেই নামাযে সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না। অমনযোগী হলে নামাযের মাঝে আল্লাহর প্রতি বিনয়, শ্রদ্ধা, ভয়, আত্মসমর্পনই বা আসবে কিভাবে? আল্লাহ তা'লা বলেছেন - "দূর্ভোগ সে সকল নামাজীদের যারা তাদের নামায সম্পর্কে বেখবর এবং যারা লোক দেখানো নামায পড়ে।" (সূরা আল মা'ঊন: আয়াত ৪ - ৬)
নামাযে মনোযোগ আনতে হলে অবশ্যই নামাযে কি বলছি বা পড়ছি, তার অর্থ ভাল ভাবে জানতে হবে, বুঝতে হবে। নিজের মাতৃভাষা ছাড়া কোন কিছু বোঝার বিকল্প আর কী হতে পারে! তাহলে চলুন, আমরা জেনে নেই নামাযে যা যা পড়ি তার বাংলা অনুবাদ আর সঠিকভাবে মনোনিবেশ করি নামাযে।
এক্ষেত্রে একটি জিনিস অবশ্যই লক্ষ্যণীয়। এক ভাষার উচ্চারণ আরেক ভাষার বর্ণমালা দিয়ে কখনোই সঠিকভাবে ও পরিপূর্ণভাবে প্রকাশ করা সম্ভব নয়। এই পোস্টের ক্ষেত্রেও তা প্রযোজ্য। আরবী ভাষার উচ্চারণকে কখনোই সঠিকভাবে ও পরিপূর্ণভাবে বাংলা বর্ণমালায় প্রকাশ করা সম্ভব নয়। তাই এই বাংলা উচ্চারণ থেকে আরবী উচ্চারণের একটা ধারণা পাওয়া যেতে পারে, কিন্তু কখনোই সঠিক উচ্চারণ পাওয়া যাবেনা। আর এই সাথে এটাও মাথায় রাখা জরুরি যে, নামাযে সকল উচ্চারণ অবশ্যই সহীহ ও সঠিক হতে হবে। এ কারণে আরবী উচ্চারণের জন্য আসলে আরবী ভাষা সঠিকভাবে শেখার কোন বিকল্প নেই।
কোন ভুল-ভ্রান্তি হলে আল্লাহ তা'লা আমাকে ক্ষমা করুন। আল্লাহ আমাদের খাটিভাবে আত্ম-সমর্পন করে নামায পড়ার তওফিক দিন। আমিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন